মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খানকে পৌর এলাকার বেউথা ব্রিজের কাছ থেকে মাদকসহ হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালতের বিচারক ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট। পরে শনিবার রাতে তাকে ভ্রাম্যমান আদলতের মাধমে মাদক আইনে তিন মাসের জেল ও পাঁচ হাজার টাকা অর্থ দন্ড করে জেল হাজতে প্রেরণ করা হয়। হামজা মানিকগঞ্জ সদরের পৌর এলাকার মৃত খালেক খানের ছেলে।
জানা গেছে, শনিবার (৮ আগষ্ট) রাতে মানিকগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো: ইব্রাহীম পৌর এলাকার বেউথা ব্রিজের কাছ থেকে জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক হামজা খানকে মাদকসহ আটক করে। এই সময় তার কাযালয়ে আদালত বসিয়ে মাদক আইনের ৩৬(১) এর সারনীর ৩২(ক) ধারা মোতাবেকওই ছাত্রলীগ নেতাকে ৫ হাজার টাকা অর্থ জরিমানাসহ তিন মাসের কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।#
উল্লেখ্য কিছু দিন আগে সংসদ সদস্য এএম না্ঈমুর রহমান দুর্জয়ে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় যুবলীগের এক নেতার তথ্য প্রযুক্তি মামলায় জেল হাজতে যান তিনি