সাম্প্রতিক বন্যায় সরিষাবাড়ি উপজেলার পোগলদিঘা গ্রামের গোবিন্দ পটল কমিউনিটি ক্লিনিকটির সামনের একাংশের মাটি সরে গিয়ে চলাচলে ভোগান্তি পোহাচ্ছে চিকিৎসা নিতে আসা সাধারণ লোকজন।
স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দ পটল কমিউনিটি ক্লিনিকটি প্রধান রাস্তার সংলগ্ন, এ বছরের বন্যার প্রবল স্রোতের কারনে প্রধান রাস্তাটি ভেঙ্গে যায়, রাস্তাটি ভেঙ্গে যাওয়ার কারনে পানির স্রোত ক্লিনিকটির দিকে প্রবল বেগে প্রবাহিত হয় যার ফলে সামনের একাংশের মাটি সরে যায়। মাটি সরে গিয়ে কয়েক জায়গায় ব্যাপক আকারে গর্তের আকার ধারন করেছে যার ফলে সিসিতে সেবা নিতে আসা সাধারণ লোকজনদের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে গর্ভবতি ও বয়স্কদের, দূর থেকে কষ্ট করে সেবা নিতে আসলেও সিসির ক্ষতি তাদের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে যার ফলে তাদের সেবার চেয়ে কষ্টই বেশী হচ্ছে বলে জানান এসব লোকজন।
এ অবস্থার কারনে চিকিৎসা সেবা নিতে আসা সাধারণ লোকজন কৃর্তপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেছেন, ক্ষতিগ্রস্থ সিসির সামনের একাংশের মাটি ভরাট ও সিসি সংলগ্ন রাস্তার মেরামতের ভিত্তিতে আমাদের চলাচলের ভোগান্তি থেকে মুক্তি দেওয়া হোক।