আদিবাসী লোকজনের নিজস্ব সত্তা টিকিয়ে রাখতে অবিলম্বে সমতলের আদিবাসীদের জন্য সাংবিধানিক স্বীকৃতি, স্বাধীন ভূমি কমিশন গঠন এবং করোনা সংকটে আলাদা প্রণোদনার দাবি জানিয়েছেন আদিবাসী নেতৃবৃন্দ।
দিনাজপুরের নবাবগঞ্জে বুধবার দুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপজেলা পরিষদ চত্বরে ইউএনডিপি হিউম্যান রাইটস্ প্রোগ্রামের সহায়তায় বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা অবলম্বন আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।
পরে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে। শেষে গোলাবাড়ী আদিবাসী একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় আদিবাসী উপজেলা প্লাটফর্মের নেতা সাগর টুডুর সভাপতিত্বে সভায় অবলম্বনের নির্বাহী পরিচালক প্রবীর চক্রবতী, আদিবাসী নেতা ফিলিমন হেমব্রম, আলেকজান্ডার হাসদা, লাল বাবু বেসরা, গোপীরাম মুমুর্, গণেশ মুমুর্, রবিন মুমুর্, রুফিনা হেমব্রম, মানুয়েল হেমব্রম, মাহাবুবুর রহমান মুকুল, মাসুদ হাসান প্রমুখ। বক্তরা অবিলম্বে আদিবাসীদের জন্য সরকারি চাকুরিতে কোটা পুনর্বহাল সহ বিভিন্ন দাবী তুলে ধরেন।