সালথায় রুরাল ওয়াটার সাপ্লাই বাস্তবায়নে রিসডা বাংলাদেশ এর সংবাদ সম্মেলন

রুরাল ওয়াটার সাপ্লাই এন্ড হাইজিন প্রমোশন প্রকল্পের কর্মসূচি বাস্তবায়নে ফরিদপুরের সালথায় রিসডা বাংলাদেশ সংবাদ সম্মেলন করেছেন। বৃহস্পতিবার সকাল ১১ টায় রিসডা বাংলাদেশ সালথা শাখার অফিস কক্ষে এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে রিসডা বাংলাদেশ এর সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন লিখিত বক্তব্যে বলেন, রিসডা বাংলাদেশ সংস্থাটি যুক্তরাজ্যের পেনি এপিল সংস্থার সহযোগিতায় রুরাল ওয়াটার সাপ্লাই এন্ড হাইজিন প্রমোশন প্রকল্পের আওয়তায় সালথা উপজেলার রামকান্তপুর, গট্টি, ভাওয়াল ও সোনাপুর ইউনিয়নে ২২৫টি দুস্থ্য পরিবারের বাড়িতে অগভীর নলকুপ স্থাপন করা হবে। আগামী ১৬ আগষ্ট থেকে এ কার্যক্রম শুরু হবে।

তিনি আরো বলেন, রিসডা বাংলাদেশ ১৯৯৩ ইং সালে প্রতিষ্ঠিত একটি জাতীয় পর্যায়ের সেবামূলক সংস্থা। বাংলাদেশ সরকারের সমাজ সেবা বিভাগ, রেজিষ্টার অব জয়েন্ট স্টক কোম্পানী এন্ড ফার্মস এবং এনজিও বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধিত। এ সংস্থাটি জাতীয় ও আন্তর্জাতিক দাতাদের সহযোগিতায় ফরিদপুর জেলাসহ ১৪টি জেলায় স্বাস্থ্য, শিক্ষা, স্কিলস ট্রেইনিং, মাইক্রোফাইন্যান্স, লাইভলিহুড ও রিনিউএ্যবল এনার্জি প্রোগ্রাম বাস্তবায়ন করছে।

এসময় উপস্থিত ছিলেন, রিসডা বাংলাদেশ এর ঢাকা অফিস ম্যানেজার শামীম সরদার, প্রকল্প সম্নয়কারী মোঃ মামুন অর রশিদ ও সালথা উপজেলার স্থানীয় সাংবাদিক বৃন্দ।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225