বৈশ্বিক মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট আক্রান্ত ২ লাখ ৬৯ হাজার ১১৫ জন এবং মোট মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৫৫৭ জন।
গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে আরও ২ হাজার ৬১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে থেকে এক প্রেস রিলিজের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।
মৃতদের মধ্যে ৩১ জন পুরুষ এবং ১৩ জন নারী। মৃতদের মধ্যে বয়স বিশ্লেষণ করে দেখা যায়, ৩১-৪০ বছরের মধ্যে ১ জন, ৪১-৫০ বছরের মধ্যে ৭ জন, ৫১-৬০ বছরের মধ্যে ১১ জন এবং ষাটের অধিক ২৫ জন রয়েছে।
মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৬ জন এবং রাজশাহী ও বরিশাল বিভাগে ৩ জন করে রয়েছেন। এছাড়াও খুলনা বিভাগে ৭ জন, সিলেট বিভাগে ৪ জন, রংপুর বিভাগে ২ জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে ৪১ জন ও বাড়িতে ৩ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে ১ হাজার ৭৮২ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৮৭১ জন।