ফরিদপুরের সালথা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৫ তম সাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২০ পালিত হয়েছে। ১৫ আগস্ট শনিবার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকারের সার্বিক তত্বাবধায়নে সকাল ৯ টায় উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্র এর সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী (এমপি)র প্রতিনিধি দল। এর পর থেকে একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামীলীগ সালথা উপজেলা শাখা, মুক্তিযোদ্ধা, সালথা থানা, সালথা প্রেসক্লাব, বিভিন্ন স্কুলকলেজ, বিভিন্ন পেশাজীবি সংগঠন,যুবলীগ,শ্রমিকলীগ,ছাত্রলীগসহ সর্বস্তরের জনগন।
পরে সকাল ১০ টায় উপজেলা হলরুমে বঙ্গবন্ধুর জীবনির উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়। পাশাপাশি স্কুলের শিক্ষার্থীদের মাঝে অনলাইন চিত্রাঙ্কান প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আত্তার মাগফিরাত কামনায় মসজিদে, মসজিদে দোয়া মাহফিল, আলোচনা সভার আয়োজনসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করেন উপজেলাপ্রশাসন।