জামালপুরের সরিষাবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল প্রায় দুই হাজার অসহায়, দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে খিচুরি বিতরন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি।
শনিবার দিনব্যাপি দলীয় কার্যালয়ে ও উপজেলার শানাকৈর, ফয়েজের মোড়, বাউসি বাজার, সরিষাবাড়ী বাস টার্মিনাল, আরামনগর বাজার, একুশে মোড়, তারাকান্দি জেএফসিএল গেটপাড়, পিংনা ও তার নিজ বাড়ী দৌলতপুরে এ কর্মসূচি পালন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল করিম, তারাকান্দি ট্রাক ও ট্যাঙ্কলড়ী মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারন সম্পাদক আশরাফুল আলম মানিক, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ফরিদ আহম্মেদ প্রমুখ।