শোক দিবসে সালথায় আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকাল চারটায় অডিটরিয়াম কাম-মাল্টি পারপাস হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন উপজেলা আওয়ামী লীগ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির ছেলে ও তাঁর রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রূপা বেগম, সেলিম মোল্লা, খায়রুজ্জামান বাবু, রাকিবুল হাসান জুয়েল ,ইটালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন গিয়াস, উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠনিক সম্পাদক বাদল হোসেন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বাকি বিল্লাহ, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী বলেন, আজকের এই দিনে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বাঙ্গালীর মহানায়ককে হত্যা করেছিলো ক্ষমতালোভী নরপিশাস কুচক্রী মহল। বাঙালীর মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরঞ্জীব। তাঁর চেতনা অবিনশ্বর। মুজিব আদর্শে শাণিত বাংলার আকাশ-বাতাস, জল-সমতল প্রজন্ম থেকে প্রজন্মের কাছে শেখ মুজিবুর রহমানের অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবহমান থাকবে। জাতির পিতা চেয়েছিলেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম হয়েছিলো বলেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, (সালথায়- নগরকান্দা) ফরিদপুর-২ আসনে আওয়ামীলীগের মধ্যে কোন দ্বিধাবিভক্তি রাখবো না।  প্রচলিত কাইজা নামক শব্দ উঠিয়ে ফেলবো। দেশে শান্তি প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকবে আহব্বান ও  জানান তিনি।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225