সিরাজগঞ্জের তাড়াশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৫তম শাহদত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুকে নিয়ে উপজেলার ওয়াশিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হাসেম সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাঙ্গাক্তি করার প্রতিবাদে মানববন্ধন করেছে তাড়াশ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে তাড়াশ প্রেসক্লাবের সামনে সংগঠনের সভাপতি আইয়ূবুর রহমান রাজনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য গাজী ম. ম আমজাদ হোসেন মিলন, গাজী সাইদুর রহমান সাজু, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, তাড়াশ সদর ইউপি চেয়ারম্যান বাবুল শেখ।
এ ছাড়া মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসাব আলী কিরণ, আইন বিষয়ক সম্পাদক অধ্যক্ষ লুৎফর রহমান, যুবলীগ নেতা রাহুল সরকার মমিন, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রুবেল আহম্মেদ, সংগঠনের সাধারণ সম্পাদক সেরাজুল হক প্রমূখ।
মানববন্ধন শেষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. ওবায়দুল্লাহ বরাবর অভিযোগ পত্র দেওয়া হয়।