মানিকগঞ্জের পদ্মা-যমুনা নদীতে আবারও পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধি পাওয়ায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। আরিচা পয়েন্টে যমুনার পানি নতুন করে ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমার ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পদ্মার পানিও বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের আরিচা পয়েন্টের পানি পরিমাপক মো. ফারুক হোসেন এ তথ্য জানান।
পানি বৃদ্ধি পাওয়ায় নতুন আতংকে রয়েছে ভাঙন এলাকার মানুষগুলো।
প্রসঙ্গত, জেলা প্রশাসনের হিসাবে এবারের বন্যায় মানিকগঞ্জ জেলায় ১০০ বর্গকিলোমিটার এলাকা প্লাবিত হয়। ফসলের ক্ষতি হয় ৩১ হাজার হেক্টর জমির।