আগামী ৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে সংসদের নবম অধিবেশন

করোনা পরিস্থিতির মধ্যে আগামী ৬ সেপ্টেম্বর শুরু হতে হচ্ছে একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন। বুধবার (১৯ আগস্ট) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে। করোনার কারণে এবারের অধিবেশনের মেয়াদও সংক্ষিপ্ত হতে পারে।

 

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী রোববার (৬ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি একাদশ সংসদের নবম অধিবেশন আহ্বান করেছেন। ওই দিন সকাল ১১টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হবে। অধিবেশন শুরুর ঘণ্টা খানেক আগে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমা চূড়ান্ত হবে।

 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। এটি চলতি বছরের চতুর্থ অধিবেশন। এর আগে গত ১০ জুলাই অষ্টম অধিবেশন শেষ হয়।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225