সালথায় সমকাল পত্রিকার প্র‌তি‌নি‌ধি সাইফুলের দাদীর ইন্তেকাল

দৈনিক সমকাল পত্রিকার ফরিদপুরের সালথা উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলামের দাদী রুপবান বেগম (৬০) বর্ধক্যজনিত কারণে বুধবারর ভোর তিনটার দিকে ফরিদপুর শহরের হার্ট ফাউ‌ন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। তিনি সালথা উপ‌জেলার রামকান্তপুর সরকারী প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক মো. ইকরাম মিয়ার  মা ।

 

তার বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বিভাগদী গ্রামে। তিনি বেশ কিছু দিন ধরে বার্ধক্যজনিত নানাবিধ জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে-দুই মেয়ে ও নাতি নতিনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বেলা ২ টার সময় জানাজা শেষে বিভাগদী গ্রামের কবরাস্থানে মরহুমার লাশ দাফন করা হয় ।

 

রুপবান বেগমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ফরিদপুর-২ আসনের এমপি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, সংসদ উপনেতার ছেলে ও তার রাজ‌নৈ‌তিক প্র‌তি‌নি‌ধি শাহাদাব আকবর চৌধুরী লাবু, সালথা উপজেলা চেয়ারম্যা মো. ওয়াদুদ মাতুব্বর, সালথা উপ‌জেলা অাওয়ামী লী‌গের সভাপ‌তি মো. দে‌লোয়ার হো‌সেন, সংসদ উপ‌নেতার সহকারী একান্ত স‌চিব মো. শ‌ফি উ‌দ্দিন, সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকার, স্থানীয় আটঘর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগসহ বিশিষ্টজনরা।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225