শুক্রবার বিকেল ৪ টার দিকে সিংগাইর উপজেলা আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের আয়োজনে টিটিসি হল রুমে জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী ও ভয়াল ২১শে আগষ্ট গ্রেনেট হামলার প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে ।
উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি মোহাম্মদ ওবায়েদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম উজ্জ্বলের পরিচালনায় এ শোক ও প্রতিবাদ সভায় প্রধাণ অতিথি হিসেবে বক্তব্য দেন জনপ্রিয় কন্ঠশিল্পী ও মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম। এতে আরও বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ লিয়াকত আলী ভান্ডারী.দৌলতপুর উপজেলা চেয়ারম্যান নুরূল ইসলাম রাজা, সিংগাইর উপজেলা আঃলীগের যুগসাধারণ সম্পাদক মোঃ সহিদুর রহমান সহিদ ভিপি,সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন,ভাইস চেয়ারম্যান মোসাঃ শারমিন আক্তার,মোহাম্মদ মহিদুর রহমান ,আবুল বাশার । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগনেতা মোঃ আমজাদ হোসেন, মোঃ আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা আবজাল হোসেন খান ,আব্দুল হালিম প্রমূখ ।