মানিকগঞ্জের শিবালয়ে বিএনপির জাতীয় ত্রাণ কমিটির উদ্যোগে তিনশতাধিক বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার (২৪) আগস্ট বিকেলে উপজেলার আলোকদিয়া চরের আশ্রয় কেন্দ্র হাটে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জম হোসেন আলাল প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী ও প্রয়োজনীয় ঔষধ তুলে দেন।
ত্রাণ বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, আমরা আপনাদের মাঝে ত্রাণ নয়, কিছু উপহার সামগ্রী নিয়ে এসেছি। এক অতিথি যেমন অন্য আত্মীয়দের বাড়ি গেলে সাথে কিছু নিয়ে যায়। তেমনি বিএনপির পক্ষ থেকে আপনাদের মাঝে সামন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে এসেছি। এসময় তিনি আরো বলেন, কোন ফলবান গাছ যদি ফল ধরে তাহলে ফলের ভাড়ে নিচু হয়। বর্তমানে আওয়ামীলীগ সরকার তিনবার ক্ষমতায় এসে ফলবান গাছের মত হয়েছে। ফলে ফলে তাদের ফলের ভিতর থেকে পাপিয়া, সাহেদ, সাবরিনা আসে। দেশের জন্য কোন কাজ না করে শুধু বিএনপির দুর্নাম করা হল তাদের প্রধান কাজ। জোর করে ক্ষমতায় এসে আওয়ামীলীগ সরকার এখন যা বলে তা আগুন,পানিতে মিশে না। দুর্যোগ কালে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসার আহব্বান জানান তিনি।
মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক এডভোকেট জামিলুর রশিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির জাতীয় ত্রাণ কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব এসএ জিন্নাহ কবীরসহ জেলা ও উপজেলার অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।#