দিনাজপুরের ফুলবাড়ীতে বাড়ীর পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে ইমন [৮] নামে এক শিশুর মৃত্যু হয়েছে । নিহত ইমন উত্তর সুজাপুর গ্রামের রাজবংশী পাড়া গ্রামের রিস্কা চালক আনিছুর রহমানের ছেলে ।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে পৌর এলাকার ১নং ওয়ার্ডের উত্তর সুজাপুর গ্রামে এই ঘটনা ঘটে ।
ওই এলাকার আমিনুল ইসলাম আকাশসহ এলাকাবাসী বলেন , নিহত শিশু ইমন তার খেলার সাথীদের সাথে বাড়ীর কাছে পরিত্যাক্ত ইট ভাটার পাশে খেলতে গেলে ভাটার খনন কৃত একটি ডোবায় পড়ে গিয়ে হাবুডুবু খেতে থাকলে,তার খেলার সাথীরা দিকবেদিক না পেয়ে বাড়ীতে খবর দিতে ছুটে যায় । খবর পেয়ে এলাকাবাসীসহ বাড়ীর লোকজন সেখানে গিয়ে তার লাশ উদ্ধার করে ।