“”মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার””” এই স্লোগানকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে বিট পুলিশিং কার্যক্রমের উদ্ভোধন করা হয়েছে। বুধবার সকালে সরিষাবাড়ী থানা পুলিশের আয়োজনে উপজেলার পোগলদিঘা ইউনিয়ন পরিষদে এ বিট পুলিশিং কার্যক্রমের উদ্ভোধন করা হয়।
এসময় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্য আবু মোঃ ফজলুল করিমের সভাপতিত্তে ও তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তরিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শাহ শিবলী সাদিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল আলিম, মুক্তিযোদ্ধা কমান্ডার সাদেক আলী, ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সদস্য হাসিবুল হাসান বাবু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাাদক এমএ জলিল রতন, যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক নুরে আলম উজ্জল, ইউনিয়ন তাতী লীগের আহব্বায়ক শিপন ফকিরসহ, স্থানীয় ইউপি সদস্য, এলাকার সুধীজন।