মানিকগঞ্জের সিংগাইরে পুলিশ সুপার রিফাত রহমান শামীম (পিপিএম) এর দিক নির্দেশনায় সিংগাইর থানা কার্যালয়ে অগ্নিনির্বাপক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১১ টা দিকে সিংগাইর থানা পুলিশের আয়োজনে জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-সহকারী পরিচালক মো.শরিফুল ইসলামের নেতৃত্বে উক্ত প্রশিক্ষন পরিচালিত হয়। এসময় উপস্থিত সকলকে আগুন নেভানো এবং আতংকিত না হয়ে দ্রুত কী কী কৌশল অবলম্বন করে আগুন নিয়ন্ত্রন করা যায় সেই বিষয়ে সিনিয়র স্টেশন অফিসার পরামর্শ দেন।
প্রশিক্ষনে সিংগাইর থানার কর্মকর্তা ও কর্মচারীগণ সরাসরি অংশগ্রহণ করেন এবং আগুন নেভানোর কৌশল রপ্ত করেন।
এতে উপস্থিত ছিলেন- সিংগাইর সার্কেল এএসপি মো.আলমগীর হোসেন,অফিসার ইনচার্জ রকিবুজ্জামান,ওসি(তদন্ত)আবুল কালাম পিপিএম,উপ-পুলিশ পরির্দশক মো.নজর“ল ইসলাম,আশরাফুল ইসলাম,আলমগীর হোসেন প্রমুখ।