সালথায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

গাঁজা বিক্রি করার উদ্দেশ্যে অবস্থান কালে ফরিদপুরের সালথা থানা পুলিশ, নাঈম মোল্যা (১৯), ও সুজন বিশ্বাস (২২), নামের দুই মাদক ব্যবসায়ী কে পৃথক পৃথক অবস্থান থেকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে অভিযান চালিয়ে সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ভাওয়াল মিয়া বাড়ি মোড় এলাকা ও ভাওয়াল গ্রাম এলাকা থেকে তাদের কে পৃথক স্থান থেকে আটক করে পুলিশ।   পরে  তাদের পৃথক ভাবে তল্লাশী করে ২০ গ্রাম করে দুজনের কাছে মোট ৪০গ্রাম সমপরিমান গাঁজা উদ্ধার করা হয়। দুই মাদক ব্যবসায়ীর মধ্যে নাঈম মোল্যা (১৯) ভাওয়াল গ্রামের জাহাঙ্গীর মোল্যার ছেলে, সুজন বিশ্বাস (২২) একই গ্রামের রাহান বিশ্বাসের ছেলে। পরে তাদেরকে মাদক আইনে পৃথক পৃথক মামলা দিয়ে  আদালতে পাঠানো হয়েছে। স্থানীয়রা কয়েকজন জানিয়েছেন সন্ধ্যা নামলে মাদক বিক্রির এই চক্রটি বিভিন্ন কৌশলে বিভিন্ন ধরনের মাদক বিক্রিতে নেমে পড়ে। এদের বিশাল একটি চক্র রয়েছে বলেও জানান তারা। স্থানীয়রা মনে করেন এখনি যদি এদের চক্রের সবাইকে ধরে শাস্তির আওতায় আনা না হয়  তাহলে এই চক্রের পরিধি বেড়ে যাবে।

সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ্ বলেন, গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে পৃথক পৃথক ভাবে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শুক্রবার আদালতে প্রেরন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225