জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির পক্ষে ফরিদপুরের সালথায় বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধণ ও বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিশিষ্ট কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। বুধবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদে এসব অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন।
প্রধান অতিথি লাবু চৌধুরী এসময় উপজেলা পরিষদ চত্তরে নব নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, উপজেলা পরিষদের ঘাটলা ও পানির ফুয়ারা উদ্বোধণ করেন। পরে উপজেলা সম্মেলন কক্ষে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে গরীব মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন।
দুপুর ১ টায় মাল্টি পারপাস অডিটরিয়াম হলে আয়োজিত স্কাউটদের জঙ্গী, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্যা, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যা, সহসভাপতি শওকত হোসেন মুকুল, সাবেক সহসভাপতি খোরশেদ খান, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন, সাংগঠণিক সম্পাদক বাদল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, সহসভাপতি বাকি বিল্লাহ প্রমূখ।