নরসিংদীতে চাচা শ্বশুরের ছুরিকাঘাতে জরিনা বেগম (৩২) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার ১৫ অক্টোবর সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নের বাখরনগর গ্রামে এ হত্যার ঘটনা ঘটেছে।
নিহত জরিনা বেগম ওই গ্রামের সেলুন ব্যবসায়ী সেলিম মিয়ার স্ত্রী।
পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালে পারিবারিক কলহের জেরে চাচা শ্বশুর আসাদ মিয়ার সাথে তার ভাতিজার স্ত্রী জরিনা বেগমের তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উত্তেজিত চাচা শ্বশুর গৃহবধু জরিনা বেগমকে ছুরিকাঘাত করে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দত চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে। অভিযুক্ত আসাদ মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।