দৌলতপুরে বানোয়াট সংবাদের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করলেন যুবলীগ নেতা আব্দুল কাদের

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা আওয়ামী যুবলীগের সেক্রেটারী আব্দুল কাদের কে উদৃত করে স্থানীয় কয়েকটি পত্রিকায় ও অনলাইনে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ হওয়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে তিনি।

দৌলতপুর উপজেলা দলীয় কার্যালয়ে শনিবার ১১টার সময় সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন দৌলতপুর উপজেলা শাখা আওয়ামী যুবলীগের সেক্রেটারী আব্দুল কাদের।

লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, গত ২২ অক্টোবর দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকা, ২৩ অক্টোবর অপরাধ বাংলা ডট কম এবং ভয়েস অব কুষ্টিয়া নামের দু’টি অনলাইন পোর্টালে সাব-রেজিষ্ট্রি অফিসে দলিল প্রতি চাঁদা আদায় সংক্রান্ত সংবাদ প্রকাশ করা হয়। যা সম্পুর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। সাংবাদিক সম্মেলনে তিনি আরো উল্লেখ করেন, একটি কুচক্রী মহল আমার সম্মান ও রাজনৈতিক ভাবমুর্তি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে ঐ সংবাদটি প্রকাশ করিয়েছে। যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এবং পরবর্তিতে আমার রাজনৈতিক সুনাম নষ্ট করতে এ ধরনের মনগড়া তথ্য দিয়ে খবর প্রকাশ করা হলে আমি আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে বাধ্য হবো বলে হুশিয়ার করেন তিনি। সাংবাদিক সম্মেলনে দৌলতপুর উপজেলার সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225