ফ্রান্সে মহানবীর ব্যাঙ্গ চিত্র প্রদর্শন করার ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শন করে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অবমাননার প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার উদ্যোগে,আন্জুমানে ইত্তেহাদুল উলামা ফুলবাড়ী শাখার আয়োজনে, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

দুপুর ২টায় স্থানীয় নিমতলা কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনোরায় নিমতলা মোড়ে এসে জমায়েত হয়ে মানববন্ধন করেন। এসময় ফুলবাড়ীর সকল মুসলিম তৌহিদী জনতা ঐক্যবদ্ধ হয়ে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করেন।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে আন্জুমানে ইত্তেহাদুল উলামা ফুলবাড়ী শাখার সহ-সাধারণ সম্পাদক সাংবাদিক আল আমিন বিন আমজাদ এর সঞ্চালনায়  আন্জুমানে ইত্তেহাদুল উলামা ফুলবাড়ী শাখার সভাপতি মাওলানা আবু মুসা মোহাম্মদ্ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আন্জুমানের উপদেষ্টা মাওলানা শাহাদাতুল্লাহ, সাধারণ সম্পাদক মুফতি নজিবুল্লাহ, সহ-সভাপতি মুফতি তোফায়েল আহমেদ, হামিদী,সহ-সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ,অর্থ সম্পাদক মাওলানা মিজানুর রহমান,সদস্য মাওলানা মইনুদ্দীন,মাওলানা আতিকুল্লাহ,হাফেজ নুরুজ্জামান,মাওলানা ক্বারী শামীম রেজা,হাফেজ আজিজুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় উক্ত মানববন্ধনে একাত্বতা ঘোষণা করে উপস্থিত হন, সম্ভাব্য মেয়র পদপ্রার্থী শাহাজুল ইসলাম, দিনাজপুর জেলা পরিষদের সদস্য আলহাজ্ব কামরুজ্জামান কামরু,সাপ্তাহিক ফুলবাড়ী বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক সাংবাদিক তাজমিলুর রহমান নয়ন,ফুলবাড়ী পৌর কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, ফুলবাড়ীর কৃতি সন্তান শিক্ষাঅনুরগি ইমাম রেজা, ঠিকাদার মতিউর রহমান মুকুল,পৌর হাট ইজারাদার মানিক মন্ডল,হোমিও চিকিৎসক সোলাইমান মন্ডল,নিরাপদ সড়ক চাই ফুলবাড়ী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক,প্রচার সম্পাদক  সোহাগ কিবরিয়া,সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী এ.এম শাহেদ ইসলামসহ স্থানীয় গণ্যমান্য।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225