নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন নির্দেশনা অনুযায়ী ৩১ অক্টোবর শনিবার নরসিংদী সদর উপজেলার মেঘনা নদীর উপকন্ঠে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ইলিশ ধরার জন্য অবৈধভাবে ব্যবহৃত প্রায় ০১ লক্ষাধিক মিটার কারেন্ট জাল জব্দ করা হয় এবং মৎস্যরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অমান্যের কারণে একজনকে পাঁচ হাজার (৫০০০/-) টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
সদর উপজেলা মৎস্য কর্মকর্তা ও জেলা পুলিশের উপস্থিতিতে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস হয়। জব্দকৃত মাছ গাউসিয়া এতিমখানায় দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শাহ অালম মিয়া এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রইছ অল রেজুয়ান এ অভিযান পরিচালনা করেন।
মা ইলিশ রক্ষায় জেলা প্রশাসন, নরসিংদীর অভিযান অব্যাহত থাকবে।