দিনাজপুরের নবাবগঞ্জে বৃদ্ধ অসহায় সাহেদা বেওয়াকে ত্রানের টিন ও ৩ হাজার টাকার চেক দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার ।রবিবার দুপুরে উপজেলা নিবার্হী অফিসারের কার্যলায় অভিযোগের কাগজ হাতে নিয়ে সাহেদা ইউএনও‘র সমানে কেঁদে কেঁদে বলেন, আমার থাকার জায়গানাই,খুব কষ্ট করে দিনযাপন করছি এর উপর আমার ছেলে মেয়ে আমার উপর নির্যাতন করে মা আমি এর বিচাই । ইউএনও সাহেদার কথা শুনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নিদের্শদেন মহিলার ঘরের টিন দেওয়ার জন্য ।