শুক্রবার ৬ নভেম্বর নরসিংদী ডিবি পুলিশের এসআই মাহমুদুল হাসান মারুফ ও এসআই মাহমুদুল হাসান নরসিংদী মডেল থানা এলাকায় অভিযান পরিচালনাকালে সকাল ১০:৩০ মিনিটে নরসিংদী মডেল থানাধীন বাগহাটা সাকিনস্থ ঢাকা সিলেট মহাসড়কের পাশে বাগহাটা নূর আফতাব আদর্শ বিদ্যাপিটের সামনে হতে ” NEWS 24, কালের কন্ঠ, daily sun, বাংলাদেশ প্রতিদিন ” স্টিকার লাগানো একটি প্রাইভেটকারসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের সদস্য আসামী (১) মোঃ শাহআলম মোল্লা আলম (৪৫), পিতামৃত- মোহাম্মদ আলী মতু মোল্লা, সাং-দক্ষিণ সোম, থানা-কালীগঞ্জ, জেলা-গাজীপুর, (২) মোঃ জুয়েল (৩৪),পিতা- মোঃ হানিফ, সাং- পশ্চিম জয়নগর, থানা-দৌলতখান, জেলা- ভোলা দ্বয়কে ৩১২ ক্যান বিয়ারসহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২,৪৯,৬০০ টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি, নরসিংদী ঘটনাস্থলে উপস্থিত হয়ে NEWS 24 স্টিকার লাগানো প্রাইভেটকার দাঁড়ানো অবস্থায় পেয়ে গাড়ীর লোকজনদের জিজ্ঞাসা করলে তারা সাংবাদিক পরিচয় দেয় এবং তাদের কথায়, ভাবভঙ্গিতে সন্দেহ হলে গাড়ী তল্লাশি করে ৩১২ ক্যান বিয়ার উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামী শাহ আলমের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা আছে।
এ বিষয়ে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।