সালথায় ১৯ ভিক্ষুক কে পূর্নবাসন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগে ফরিদপুরের সালথায় ১৯জন  ভিক্ষুক কে পূর্নবাসনের লক্ষে বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় গাভী ও দোকান ঘর এর চাবী বিতরণ করা হয়েছে। এবং প্রাথমিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ চত্তরে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার একজন ভিক্ষুককে গাভী ও এক ভিক্ষুক দম্পত্তিকে দোকান ঘরের চাবী বুঝিয়ে দেন। সেই সাথে ৪ জন প্রাথমিক প্রতিবন্ধী শিক্ষার্থী কে হুইল চেয়ার  প্রদান করেন। জানা গেছে, উপজেলার ৮ টি ইউনিয়নের মোট ১৯ জন ভিক্ষুককে  পূর্নবাসনের লক্ষে ১৩ জন কে গাভী ও বাকী ৬ জনকে দোকার প্রদান করা হয়েছে। এবং পিইডিপি-৪ এর আওতায় একিভূত শিক্ষা প্রকল্প এসিসটিস ডিভাইস এর ৫ জন প্রাথমিক শিক্ষার্থীকে হুইল চেয়ার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, এসময় অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, সহকারী কমিশনার (ভূমি) (এসিলেন্ড) আহসান মাহমুদ (রাসেল) (অ:দা:),মহিলা ভাইস-চেয়ারম্যান রুপা বেগম, বীর মুক্তিযোদ্ধা খন্দকার কেএ জামান, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি হাবিবুর রহমান হামিদ, যুগ্ন সাধারন সম্পাদক গিয়াসউদ্দিন প্রমূখ।

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225