ফরিদপুরের সালথায় ইয়াবাসহ মাদক সম্রাট খ্যাত তারেক মোল্যা (৩২) কে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আটঘর ইউনিয়নের নকলহাটী গ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। এঘটনায় থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
সালথা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ’র নেতৃত্বে এসআই মোজাম্মেল হক বিশ্বাস ও এএসআই মিলন,মিজানুর রহমান,মহিউদ্দিন শেখ সহ একটি পুলিশ টিম মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে নকলহাটি গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের আয়ুব মোল্যার ছেলে তারেক মোল্যা (৩২) কে আটক করে। এসময় আটককৃত মাদক ব্যবসায়ীর বসতঘরের পাশে ইয়াবা বিক্রির সময় সঙ্গে রাখা সাদা পলিথিনে মোড়ানো ১৮ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। পুলিশ আরও জানায় তারেক এলাকার একজন বড় ধরনের মাদক কারবারী বিভিন্ন কৌশল অবলম্বণ করার কারনে অনেক সময় ধরতে পারা যায় না। তার বিরুদ্ধে সালথা থানা সহ বিভিন্ন থানায় ৫ টি মাদক মামলা রয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, মাদকদ্রব্য ইয়াবাসহ আটককৃত তারেকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার ধৃত আসামীকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।