হেফাজতে ইসলামের আমির হলেন জুনায়েদ বাবু নগরী ও মহসাচিব নূর হোসাইন কাসেমী

আল্লামা জুনায়েদ বাবুনগরী হেফাজতে ইসলামের আমীর এবং মাওলানা নূর হোসাইন কাসেমী মহাসচিব নির্বাচিত হয়েছেন। রোববার হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের সম্মেলনে ১৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। এর আগে বিলুপ্ত ঘোষণা করা হয় পুরাতন কমিটি।

 

হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই আল্লামা জুনায়েদ বাবুনগরী সংগঠনটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

 

অন্যদিকে, মাওলানা নূর হোসাইন কাসেমী এতোদিন হেফাজতের ঢাকা মহানগর শাখার আমীর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

 

আল্লামা আহমদ শফির ইন্তেকালের পর হেফাজতের আমির কে হচ্ছেন, এনিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা। এর মাঝেই সংগঠনটির নূতন কমিটি নির্বাচনের জন্য ডাকা হয় কাউন্সিল। সারা দেশ থেকে হেফাজতের প্রতিনিধিদের উপস্থিতিতে রোববার (১৫ নভেম্বর) হাটহাজারি মাদ্রাসায় কাউন্সিল অনুষ্ঠিত হয়। এই কাউন্সিলে উপস্থিত সকলের সর্বসম্মত সিদ্ধান্তে আমির ও মহাসচিবের নাম ঘোষনা করা হয়।

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225