দেশের প্রখ্যাত আলেমে দীন, ব্রাহ্মণবাড়িয়া কসবার আড়াইবাড়ী কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও আড়াইবাড়ী দরবার শরীফের পীর আল্লামা গোলাম সারোয়ার সাঈদী (৫২) মারা গেছেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, বেশকিছু দিন ঢাকার বেসরকারি একটি হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর শনিবার ভোর সাড়ে চারটায় তিনি ইন্তেকাল করেন।
মরহুমের ভাতিজা আড়াইবাড়ি দরবার কুমিল্লার পীর গোলাম পরোয়ার সাঈদী জানান, শনিবার বাদ আসর কসবার আড়াইবাড়ি মূল দরবার শরিফে তার জানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত কয়েক বছরে ইসলামের বিভিন্ন বিষয়ের উপর মাওলানা গোলাম সরোয়ার সাঈদীর আলোচনা ইউটিউবে ব্যাপক সাড়া ফেলেছে।