ঘিওরে তেরশ্রী গণহত্যা দিবস পালিত

মানিকগঞ্জ ঘিওর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে তেরশ্রী গণহত্যা দিবস। দিবসটি উপলক্ষে গতকাল রবিবার সকালে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা প্রশাসন রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। পুষ্পস্তবক অর্পণ শেষে স্মৃতিস্তম্ভের সামনে অুষ্ঠিত হয় আলোচনা সভা।

পয়লা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ হারুন-অর-রশিদে সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম ফেরদৌস, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুস সালাম পি.পি, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব ,উপজেলা নির্বাহী অফিসার আইরিন আক্তার, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মোঃ মমিন উদ্দিন খান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি একরামুল ইসলাম খবির, সাংবাদিক মোঃ মজিবর রহমান, শহীদ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক স্বমেশ্বর প্রসাদ রায় চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাবেক ইউপি সদস্য মোঃ শাহজাহান মিয়া।

২২ নভেম্বর তেরশ্রী ট্য্রাজেডি দিবস। দিনটি মানিকগঞ্জ বাসির কাছে এক কলঙ্কিত দিন। ১৯৭১ সালে পাকিস্থানী হানাদার বাহিনী তাদের এদেশীয় দোসরদের সহযোগীতায় মানিকগঞ্জের ঘিওর উপজেলার তেরশ্রী বাজারসহ ৪ টি গ্রামের ঘুমন্ত মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়ে এবং পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা করে ৪৩ জন নিরাপরাধ মানুষকে। বর্বর এই হত্যাকান্ডের বিচার না পাওয়া মানুষের দীর্ঘশ্বাস এখনো বাতাসে ভেসে বেড়ায়। ওই দিনে প্রতিটি দূর্সহ এলাকাবাসীর বুকে  এখনো বিধে আছে।

 

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225