জেলা গোয়েন্দা শাখা নরসিংদী কর্তৃক ৪ কেজি গাঁজাসহ চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২০) ডিবি নরসিংদীর এসআই এসআই মাহমুদুল হাসান মারুফ সঙ্গীয় ফোর্সসহ রায়পুরা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২১:০৫ ঘটিকায় রায়পুরা থানাধীন গকুলনগর সাকিনস্থ খানকা মোড় সংলগ্ন জনৈক ইউনুস মিয়ার বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী পপি আক্তার (২৪), স্বামী-বাদশা মিয়া, সাং- গকুলনগর, থানা- রায়পুরা, জেলা- নরসিংদীকে ০৪ (চার)কেজি গাঁজা সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৪০,০০০/= (চল্লিশ হাজার) টাকা।
এ সংক্রান্ত রায়পুরা থানায় এজাহার দায়ের করা হয়েছে।