মানিকগঞ্জ ঘিওরে সাবেক ফুটবলার প্রয়াত মন্টু স্মৃতি ফুটবল টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শরিবার বিকালে স্থানীয় জাবরা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জাবরা নবারুন সংঘ আয়োজিত ফাইনাল খেলায় মনপোড়া ষ্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে তরা প্লাস-মাইনাস ষ্পোর্টিং ক্লাব পরাজিত করে শিরোপা অর্জর্ন করে। জাবরা নবারুন সংঘের সভাপতি মনজুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বানিয়াজুরি ইউপি চেয়ারম্যান আবুল কাসেম চতু,জাবরা প্রবাসী কল্যান সমিতির সাবেক সভাপতি মো.সাজেদ আলী খান,মুক্তিযোদ্ধা জাবেদ আলী খান, ইউপি সদস্য আইয়ুব, আব্দুল হান্নান,জাবরা নবারুল সংঘের সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ উদ্দিন ভুইয়া,সাবেক সভাপতি সাহাবুল হোসেন রুবেল,সাবেক সভাপতি জাকির হোসেন খান মিলু,বর্তমান কমিটির সহ-সভাপতি ইউসুব আলী খান ইলু,যুগ্ম সাধারন সম্পাদক রাশিদুজ্জামান শাকিল, নাট্য সম্পাদক মো. সালাউদ্দিন ভুইয়া সজল প্রমূখ। খেলা পরিচালনায় ছিলেন হাফিজুর রহমান ফিরোজ, হাকিমুর রহমান ডন ও জাবেদ । খেলায় বিজয়ী দলের জুয়েল রানা ১টি গোল করেন।