পলাশে যৌতুক,নারী নির্যাতন বিরোধী জনসচেতনায় উঠান বৈঠক

বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, মাদক-সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধ ও করোনাভাইরাস মোকাবেলায় নরসিংদীর পলাশে সচেতনামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের মাঝেরচর গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা পারভীনের পরিচালনায় বক্তব্য রাখেন পলাশ উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, সাব রেজিস্ট্রার আফসানা বেগম, উপজেলা সমবায় কর্মকর্তা নাছিমা শাহীন, জিনারদী ইউপি চেয়ারম্যান প্রফেসর মোঃ কামরুল ইসলাম গাজী। এসময় জনপ্রতিনিধি, ইমাম ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠিত এ উঠান বৈঠকে বক্তারা বাল্যবিয়ে, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, নারী ও শিশু পাচার, মাদক-সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ, করোনাভাইরাস এবং অটিজন ও নিউরো ডেভেলপমেন্টাল ডিজএবিলিটিজ বিষয়ে সচেতনা সৃষ্টির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225