সালথায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

ফ‌রিদপু‌রের সালথায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বু‌দ্ধিজী‌বী দিব‌স উদযাপন উপল‌ক্ষ্যে  আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। উপ‌জেলা প্রশাসন  আ‌য়োজ‌িত সোমবার সকাল ১১টায় মু‌ক্তি‌যোদ্ধা ক‌মপ্লে‌ক্স ভবনে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

 

সালথা উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোহাম্মদ হা‌সিব সরকার এর সভাপ‌তি‌ত্বে আ‌লোচনা সভায় উপ‌স্থিত ছি‌লেন সহকারী ক‌মিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরাম‌নি, ম‌হিলা ভাইস‌চেয়ারম‌্যান রুপা বেগম, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহ, উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা কমান্ড এর সা‌বেক কমান্ডর বীরমু‌ক্তি‌যোদ্ধা আবুল কালাম আজাদ, মাঝার‌দিয়া ইউ‌নিয়‌নের এর চেয়ারম‌্যান ও উপ‌জেলা আওয়ামীলী‌গের সি‌নিয়র সহ সভাপ‌তি হা‌বিবুর রহমান হা‌মিদ প্রমূখ। এছাড়াও উপ‌জেলার বি‌ভিন্ন দপ্ত‌রের কর্মকর্তা ও কর্মচারী, বি‌ভিন্ন রাজ‌নৈ‌তিক ও সামা‌জিক সংগঠ‌নের নেতৃবৃন্দ এবং স্থানীয় গন‌্যমান‌্য ব‌্যা‌ক্তিবর্গ উপ‌স্থিত ছি‌লেন। অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন উপ‌জেলা প্রশাস‌নের অ‌ফিস সুপার আবু সাইদ।

 

আ‌লোচনা সভায় বক্তারা জা‌তির শ্রেষ্ঠ সন্তান শহীদ বু‌দ্ধিজীবী ও বীর মু‌ক্তি‌যোদ্ধা‌দের গভীর শ্রদ্ধার সা‌থে স্মরণ ক‌রেন এবং মু‌ক্তিযুদ্ধ ও বাংলা‌দেশ বি‌নির্মা‌নে জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের অবদান তু‌লে ধ‌রেন।

 

 

 

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225