কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় নান কর্মসূচির মধ্যদিয়ে মহান বিজয় দিবস পালন করা হয়েছে।
বিজয় দিবস উপলক্ষে বুধবার প্যত্যুষে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধে শহীদ বীর যোদ্ধাদের প্রতি এবং বঙ্গবন্ধুর মুর্যালে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করা হয়।
এরপর উপজেলা পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শারমিন আক্তারের সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ্, উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, ভাইস চেয়ারম্যান সাক্কির আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, মুক্তিযোদ্ধা হায়দার আলী, এসিল্যান্ড আজগর আলী, দৌলতপুর থানার ওসি জহুরুল আলম, টিপু নেওয়াজ প্রমুখ।