নিয়ামতপুরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের দাদরইল বোর্ড বাজারে অভিযান চালিয়ে র‌্যাব-৫ এর একটি দল বিদেশি পিস্তলসহ আবু হাসন (৩৭) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

সোমবার দুপুরে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আবু হাসান উপজেলার পাড়ইল ইউনিয়নের হিন্দুরবাঐল গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে বলে জানা গেছে।

র‌্যাব-৫ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মেজর আশরাফ জানান, গ্রেপ্তারকৃত আবু হাসান আগে থেকেই অস্ত্রের ব্যবসা করে আসছিল। রোববার রাত ৮ টার দিকে উপজেলার দাদরইল বোর্ড বাজারে নিজ দোকানে অস্ত্র নিয়ে ক্রেতার জন্য আবু হাসান অপেক্ষা করছেন। এমন সংবাদ পেয়েই তাৎক্ষনিক ওই দোকানে অভিযান চালানো হয়।

এসময় তার কোমড়ে থাকা একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। স্থানীয়ভাবে একজন অস্ত্র কারবারি হিসেবে দীর্ঘদিন ধরে অস্ত্রের ব্যবসা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাবের কাছে সে স্বীকার করেছে। সোমবার তাকে নিয়ামতপুর থানায় সোর্পদ করে তার বিরুদ্ধে অস্ত্র আইনে র‌্যাব মামলা দায়ের করে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225