ব্যর্থতায় ভেঙে পড়া চলবে না: প্রিয়াঙ্কা

সবার জীবনে কোনো না কোনোভাবে ব্যর্থতা আসে। আর সেই ব্যর্থতা কাটিয়ে ওঠার পরামর্শ দিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার ক্যারিয়ারেও সাফল্য খুব সহজে ধরা দেয়নি। বরং নানা সময়ে নানা ধরনের সংগ্রাম করতে হয়েছে এই অভিনেত্রীকে। ক্যারিয়ারের ওঠা-নামার মাঝেও ঝুঁকি নিতে দ্বিধা করেননি তিনি, ব্যর্থ হলেও তা সামলে উঠেছেন।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সেখানে তাকে এ বিষয়ে কথা বলতে দেখা যায়। প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ব্যর্থতা সবার জীবনে আসে। কিন্তু ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তৈরি করতে হবে ঐতিহ্য। সব ঝুঁকিই কিন্তু কার্যকর হবে না। তাই বলে ঝুঁকি নেওয়া যাবে না, এমন নয়। ব্যর্থতায় ভেঙে পড়লে চলবে না। বরং সেখান থেকেই খুঁজে নিতে হবে সাফল্যের উপাদান।

ব্যর্থতার পর উঠে দাঁড়ানোর মধ্যেই আসল লড়াই লুকিয়ে থাকে। কোনো ব্যক্তি ব্যর্থতাকে কীভাবে সামাল দিচ্ছেন, তার উপরই পরবর্তী জীবনের সাফল্য নির্ভর করে বলে মনে করেন প্রিয়াঙ্কা।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225