তালতলী (বরগুনা) প্রতিনিধি॥
বরগুনার তালতলীতে মুজিব শতবর্ষ উপলক্ষে উপজেলা চেয়ারম্যান কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা বুধবার দুপুরে তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় এপিক ব্লাস্টারকে ৬ উইকেটে হারিয়ে বিজয়ী হন তালতলী বন্দর। খেলার পরপরই টুর্নামেন্টের আহবায়ক মারুফ রায়হান তপুর সভাপতিত্বে আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের মাঝে ট্রপি ও ৫০ হাজার টাকা এবং রানার্স আপকে ট্রপি ও ২০ হাজার টাকা পুরস্কার বিতরণ করেন।
এ সময় ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের উপ-সচিব সুইমিন জো, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা সহকারি কমিশনার ভূমি সুমিত সাহা, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কামরুল আহসান উপস্থিত ছিলেন প্রমুখ।