মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশের প্রচীনতম সাংবাদিক সংগঠন গুলোর মধ্যে অন্যতম সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা শার্শা উপজেলা শাখার উদ্যোগে ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বেনাপোল চেকপোস্ট বাজারস্থ আলাউদ্দিন মার্কেট কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ড প্রদিক্ষন করে কার্যলয়ে এসে শেষ হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলার সভাপতি এইচ এম আবুল বাসারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল বিশ্বাসের সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক এস এম মারুফ বিল্লাহর তত্ত্বাবধানে শার্শা উপজেলা শাখা কার্যলয়ে আলোচনা সভা শেষে কেক কেটে ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান, বিশেষ অতিথি ছিলেন বেনাপোল ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান ও বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী। আরও উপস্থিত ছিলেন বেনাপোল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিলন খান,বন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম, একতা প্রেসক্লাব বেনাপোলের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক সুমন হুসাইন,সাংগঠনিক সম্পাদক সাইবুর রহমান,অর্থ সম্পাদক জাহিদ হাসান,আইন বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান, কার্যকারী সদস্য মুরাদ হোসেন,রবিউল ইসলাম,আব্দুর রহিম,মারুফ হোসেন,সাকিল খান,আবু মুসা,পলাশ মাহমুদ,ইকবাল হোসেন,জমির হোসেন,সম্রাট হোসেন সহ বেনাপোল চেকপোস্ট বাজার ব্যবসায়ি সহ সাংবাদিক সংস্থার শার্শা উপজেলার সকল সদস্য বৃন্দ।