, , , ,

ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং এ্যাসোসিয়েশন এর সভাপতি আনিসুর, সম্পাদক গৌতম

সিনিয়র স্টাফ রিপোর্টার আরিফুর রহমানঃ

বাংলাদেশের সকল বেসরকারী টেলিভিশন এর বিপণন ও বিক্রয় বিভাগ নিয়ে গঠিত সংগঠন ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং এ্যাসোসিয়েশন (ইমা’র) নির্বাচনে আগামী দুই বছরের জন্য নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি পদে নিউজটোয়ান্টি ফোরের হেড অব মার্কেটিং মোঃ আনিসুর রহমান তারেক এবং সাধারন সম্পাদক পদে এনটিভি’র গৌতম চন্দ্র দাস । এছাড়াও অন্যান্য সব পদে বিনা প্রতিদ্বন্দিতায় জয় লাভ করেন।

শনিবার (১৩ই ফেব্রুয়ারী) দুপুর ২ টায় ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং এ্যাসোসিয়েশন (ইমা’র) নির্বাচনে বিজয়ীদের দায়িত্ব অর্পন এবং পুনঃমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজধানীর একটি রেস্তোরায় নির্বাচনে বিজয়ীদের হাতে ক্ষমতা বুঝিয়ে দেওয়া হয়।

গত ২৩শে জানুয়ারী নির্বাচনে সব পদে বিনা প্রতিদ্বন্দিতায় জয় লাভ করেন। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ মাহমুদুল আলম খান। তিনি বাংলাভিশনের হেড অব মার্কেটিং পদে কর্মরত আছেন। যেহেতু সকল পদে বিনা প্রতিদ্বন্দিতায় জয় লাভ করেন তাই প্রধান নির্বাচন কমিশনার বার্ষিক সভার মাধ্যমে এই ঘোষনা দেন। এছাড়াও অন্যান্য আরও নির্বাচন কমিশনার পদে ছিলেন সুরনজিত সিনহা রানা, দেশ টিভি, ফয়সাল মোহাম্মদ উল্লাহ, যমুনা টিভি এবং মিনহাজ উদ্দিন, দুরুন্ত টিভি।

সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন, সৈয়দ নাবিল আশরাফ(গান বাংলা টিভি)শিবলী সাদিক কামরুল(একাত্তর টিভ), এস. বি বুলবুল (আনন্দ টিভি), জিয়াউর রহমান সুমন(চ্যানেল আই), হারুনুর রশিদ(এটিএন নিউজ)।

সহ-সাধারন সম্পাদক পদে, তসলিম চৌধুরী(মোহনা টিভি ) ,আব্বাস উসমান রেজা (ইন্ডিপেনডেন্ট টিভি)।

সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রাহাতুজ্জামান( বাংলাভিশন), কোষাধক্ষ সম্পাদক পদে রাকিবুল হাসান( দুরুন্ত টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইলিয়াস হোসেন( মোহনা টিভি), মহিলা সম্পাদক পদে কারিন কামাল( এটিএন নিউজ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ফেরদৌস নাইম পরাগ( ইটিভি), আইন সম্পাদক পদে আবদুল মালেক( এটিএন বাংলা), দপ্তর সম্পাদক পদে আবদুস সামাদ সোহাগ( মাছরাঙ্গা টিভি)।

নির্বাহী সদস্য পদে, আহমেদ মহসিন( একাত্তর টিভি), দ্বীন ইসলাম তপু( জিটিভি), মোহাম্মদ আলমগীর কবির( ইটিভি), মোঃ আল-আমিন মিঞা (যমুনা টিভি)

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225