মোঘল সুমন শাফকাত,বানারীপাড়া॥
বিভিন্ন অভিযোগ নিয়ে নির্বাচন বর্জন করে নৌকা মার্কার প্রার্থীর বিজয়ের মধ্য দিয়ে শেষ হলো বানারীপাড়া পৌরসভা নির্বাচন। ৪র্থ ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে বি এন পি মনোনীত প্রার্থী মোঃ রিয়াজ উদ্দিন মৃধা সকাল ১১.৩০ টায় এবং এর আগে স্বতন্ত্র প্রার্থী মোঃ জিয়াউল হক মিন্টু সকাল ১১.০০টায় নির্বাচনে কারচুপির ভোটারদের নিরপেক্ষ ভোট প্রদানে বাধা প্রদান সহ বিভিন্ন অভিযোগ এনে সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচন বর্জনের ঘোষনা দেন। সরেজমিন ঘুরে জানা গেছে ভোটাররা উৎসবমূখর পরিবেশে তাদের ভোট প্রদান করেছেন। সকাল ৮.০০টা থেকে বিকাল ৪.০০টা পর্যন্ত ভোট গ্রহনে নৌকা প্রতীকে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাড. সুভাষ চন্দ্র শীল ৫ হাজার ৪শত ২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীকে জিয়াউল হক মিন্টু পেয়েছেন ৬শত ৯৮ভোট এবং ধানের শীষ প্রতীকে বি এন পি মনোনীত প্রার্থী মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ পেয়েছেন ২শত ৬৯ভোট। কাউন্সিলর প্রার্থীদের মধ্যে বিজয়ী হয়েছেন ১ নং ওয়ার্ডে মোঃ জাহিদ হোসেন সরদার, ২ নং ওয়ার্ডে মোঃ মনির হোসেন, ৩ নং ওয়ার্ডে মোঃ জাকির হোসেন মোল্লা, ৪ নং ওয়ার্ডে গৌতম সমদ্দার, ৫ নং ওয়ার্ডে মোঃ আকবর সরদার, ৬নং ওয়ার্ডে মোঃ মেহেদী হাসান সুমন খান, ৭ নং ওয়ার্ডে মোঃ ফিরোজ আলম, ৮ নং ওয়ার্ডে মোঃ জাহিদ হোসেন মৃধা এবং ৯ নং ওয়ার্ডে প্রভাষক মোঃ এমাম হোসেন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর ( ১,২,৩) নং ওয়ার্ডে ডেইজি বেগম, (৪,৫,৬)নং ওয়ার্ডে মনিরা আক্তার ময়না এবং (৭,৮,৯) নং ওয়ার্ডে আলো রানী বনিক বিজয় অর্জন করেছেন। বিজয়ী নব- নির্বাচিত মেয়র এ্যাড. সুভাষ চন্দ্র শীল এবং কাউন্সিলরদের অভিনন্দন জানিয়েছেন বরিশাল -২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সাধারন সম্পাদক মাওলাদ হোসেন সানা প্রমূখ।