, , , , ,

তালতলীতে এনজিও’র দেনা পরিশোধ হলেও ঋনের দায়ে ৩ নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ

বরগুনার তালতলীতে বেসরকারি সংস্থা এসডিএফ কর্তৃক নেয়া ঋন দেড় বছর আগে পরিশোধ করলেও ঋন খেলাপি দেখিয়ে পুলিশ মঙ্গলবার ৩নারীকে আটক করে উপজেলা ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরন করেন। এনজিও’র গ্রাম সমিতি’র সভাপতি বিথি রানী’র দেয়া মামলায় পুলিশ ঐ ৩নারীকে আটক করে আদালতে সোপর্দ করে। 

 

বরগুনার তালতলীতে বেসরকারি সংস্থা এসডিএফ’র নতুন জীবন গ্রাম সমিতি থেকে তালতলী বন্দরের জাহাঙ্গীরের স্ত্রী কাজল (৩৫), নুরসায়েদের স্ত্রী ঝর্ণা বেগম(২৬) ও ইউসুফের স্ত্রী পারুল বেগম( ৪০) ঋন গ্রহন করে ২০১৯ সালের জুলাই মাসে তা সমুদয় পরিশোধ করেন। যাহা ঐ এনজিও’র পাশ বইতেও পরিশোধিত রয়েছে। অথচ নতুন জীবনের ঐ সমিতির সভাপতি বিথি রানী’র দেয়া ঋন খেলাপির মিথ্যা  মামলায় মঙ্গলবার ঐ ৩ নারীকে আটক করে পুলিশ আদালতে সোপর্দ করে। 

এসডিএফ’র বড়বগী ক্লাস্টারের ম্যানেজার উজ্জল কুমার বলেন, ঋন খেলাপির দায়ে বিথি’র দেয়া মামলায় আদালত ওয়ারেন্ট দেন।  

নতুন জীবনের গ্রাম সমিতির সভাপতি বিথি রানী বলেন, টাকা নিয়ে ঘোরাঘুরি করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে কিন্তু ওয়ারেন্ট চাওয়া হয়নি। আমাকে ভুল বুঝিয়ে উকিল সাহেব ওদের বিরুদ্ধে ওয়ারেন্ট করেন। এজন্য আমি ক্ষমা প্রার্থী।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225