, , , ,

কুকুরের সন্ধান চেয়ে থানায় জিডি,পুরুস্কার ঘোষণা

স্টাফ রিপোর্টারঃ

বরগুনার তালতলীতে ইভান(২৫) নামের এক যুবকের একটি কুকুর হারিয়ে যাওয়ার পরে সন্ধান চেয়ে থানায় জিডি করেন। সন্ধান দাতাকে এক হাজার টাকা পুরুস্কার দেওয়া ঘোষণা যুবকের।

বুধবার(২৪ ফেব্রুয়ারি) সন্ধার দিকে তালতলী থানায় কুকুরটির মালিক ইভান সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এরপর থেকে কুকুরটি সন্ধানে কাজ করছে পুলিশ।

জিডি সূত্রে জানা যায় উপজেলার লালুপাড়া এলাকায় তিন মাস খানেক আগে স্থানীয় ভাবে একটি দেশীয় কুকুর পালন শুরু করেন আবদুল্লাহ আল ইভান(২৫)। গত। ২২ ফেব্রুয়ারি রাত ৯ টার দিকে হারিয়ে যায় কুকুরটি। অনেক জায়গায় খোঁজাখুঁজির পর কুকুরটিকে না পেয়ে অবেশেষ থানায় জিডি করেন মালিক।

আবদুল্লাহ আল ইভান বলেন, আমার পোষাপ্রানী কুকুরটি হারিয়ে যায় গতকাল। কুকুরটির বয়স তিন মাস। গায়ের রং হলুদ-সাদা মিশ্রিত। ওজন হবে প্রায় ৮ কেজির উপরে। অনেক খোঁজখুজি করেও কুকুরটি পাওয়া যায়নি তাই সন্ধান পেতে থানায় জিডি করেছি। কুকুরটি সন্ধান দিতে পারলে তাকে এক হাজারটাকা দেওয়া হবে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া বলেন, যে কোনও পোষা প্রাণী হারিয়ে গেলে আইন অনুযায়ী সাধারণ মানুষ জিডি করতে পারেন। আর পুলিশের দায়িত্ব সেটিকে খুঁজে দেওয়া। পুলিশ কুকুরগুলোর সন্ধানে কাজ করছে।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225