, , , ,

বানারীপাড়ায় শ্রদ্ধেয় আ.হাই স্যারের রুহের মাগফিরাত কামনায় মসজিদে দোয়া মিলাদ

মোঘল সুমন শাফকাত,বানারীপাড়াঃ
বরিশালের বানারীপাড়ায় জাতীয় শ্রেষ্ঠ পুরস্কার প্রাপ্ত বন্দর মডেল ও রাজ্জাকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এবং বধিরদের কথা শিক্ষা প্রতিষ্ঠান বানারীপাড়া হাই কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক সর্বজন শ্রদ্ধেয় আ.হাই বখ্শ স্যারের রুহের মাগফিরাত কামনায় পৌরসভার বিভিন্ন মসজিদে দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজ শেষে বিভিন্ন মসজিদে তার পরিবারের পক্ষ থেকে দোয়া মিলাদের আয়োজন করা হয়। প্রসঙ্গত ২০ ফেব্রুয়ারী শনিবার দিবাগত রাত সাড়ে ৪টায় বানারীপাড়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে অ্যাজমাসহ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। ২১ ফেব্রুয়ারী রোববার বাদ জোহর বানারীপাড়া সরকারী ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে জানাজা শেষে তার লাশ পৌরসভার ৯ নং ওয়ার্ডে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225