, , , ,

দিনাজপুরে বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা’র উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সনদপত্র বিতরণ

মো. মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুর :

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা’র আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ভাষার গান/একুশে ফেব্রুয়ারির মৌলিক গানের বিশেষ কর্মশালার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

২৬ ফেব্রুয়ারী, ২০২১ শুক্রবার বিকেল ৪টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমী চত্বরে সংস্থা’র সভাপতি মোঃ মোকসেদ আলী’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট-দিনাজপুর জেলা শাখার সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক ফেরদৌসার রহমান।

বাংলাদেশ রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা – দিনাজপুর এর সহ সাংগঠনিক সম্পাদক মিতুল ভট্টাচার্য্য‌ ও অনুষ্ঠান বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন ইতি’র প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মেলক সংগীত ও একক সঙ্গীত পরিবেশন করেন সংস্থা’র শিল্পীবৃন্দ ও কর্মশালার প্রশিক্ষণার্থীরা এবং তবলায় সহযোগিতা করেন সংস্থার প্রচার সম্পাদক আব্দুল আজিজ মনা ও দপ্তর সম্পাদক রকিব হাসান রানা।

এছাড়াও অনুষ্ঠানে কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শেষে কর্মশালার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225