আরিফুর রহমান,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর সদর উপজেলার ছয়না এলাকা থেকে পেশাদার অটোরিক্সা চোর চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ।
আটককৃত চোর চক্রের সদস্যের নাম মোঃ নাহিদুল ইসলাম নোমান(১৮) পিতাঃ সাইদুল ইসলাম মোল্লা। চোর চক্রের এই সদস্য মাদারীপুর সদর উপজেলার ইটেরপুল এলাকার বাসিন্দা।
সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে মাদারীপুর শকুনি লেক পাড় থেকে অটোরিক্সা চুরির সময় ধাওয়া করা হয়। পরে তাকে ছয়না সঃ প্রাঃ বিদ্যালয় এর সামনে থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসয় চোর চক্রের আরো দুই সদস্য পালিয়ে যায়।
এ ব্যাপারে মাদারীপুর সদর মডেল থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম মিঞা বলেন, আমরা অটোরিকশা চোর চক্রের একজনকে আটক করছি। দীর্ঘ দিন তারা মাদারীপুরের বিভিন্ন স্থান থেকে অটোরিক্সা চুরি করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। আমরা আশা করি বাকি চোর চক্রের সদস্যদের দ্রুত আইনের আওতায় আনবো।