বিশেষ প্রতিবেদক, বরগুনাঃ
র্যালী, আলোচনা সভা ও অবস্থান কর্মসূচির মধ্য দিয়ে বরগুনায় পালিত হয়েছে জাতীয় বীমা দিবস। সোমবার সকালে র্যালী শেষে বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশ্রাফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলী। আলোচনা করেন, জেলা এনজিও ফোরামের সভাপতি আবদুল মোতালেব মৃধা, বরগুনা জীবন বীমা কর্পোরেশনের শাখা ইনচার্জ পুলিন বিহারী রায় ও সেলস ইনচার্জ বিশ^জিৎ বড়াল। সবশেষে জীবন বীমা কর্পোরেশন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
Facebook Comments Box