সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১২:৩৫ অপরাহ্ন

বেনাপোল পোর্ট থানা পুলিশ। ১৯৭১ সালে ০৭ মার্চ বাঙালী জাতির উদ্দেশ্য শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ভাষন দেন

অনলাইন ডেস্ক / ৪১০ শেয়ার
প্রকাশিত : রবিবার, ৭ মার্চ, ২০২১

মোঃ নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধিঃ

রবিবার (০৭মার্চ) বিকাল ৩ টায় বাংলাদেশ পুলিশের সকল থানার সাথে এক ‌যো‌গে আনন্দ আয়োজনের উদযাপন করলো বেনাপোল পোর্ট থানা পুলিশ। বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খানের সভাপতিত্বে ও পোর্ট থানার সকল অফিসারদের সমন্বয়ে থানার সামনে এক আনান্দঘন অনুষ্টান উদযাপন করা হয়। অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শার জাতীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন (এম পি)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আজিজুর রহমান, বেনাপোল ট্রন্সপোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দীন গাজী, আরও উপস্থিত ছিলেন বেনাপোল সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন, বেনাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রহমান,যুবলিগ সভাপতি ওহেদুজ্জামান,পৌরমেয়র আশরাফুল আলম লিটন, পুটখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাদিউজ্জামান,একতা প্রেসক্লাব বেনাপোলের সহ– সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক সুমন হাসান, অর্থ সম্পাদক জাহিদ হাসান সদস্য মুরাদ হোসেন সদস্য রবিউল সদস্য সম্রাট সিদ্দিক,সহ প্রমুখ।

অনুষ্টানে প্রধান অতিথি সংসদ সদস্য শেখ আফিল উদ্দীন (এম পি) বলেন গত ২৬ ফেব্রুয়ারি (শুক্রবার) বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশ হিসেবে চুড়ান্ত সুপারিশের ঘোষনা দেয় জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (ইউএন সিডিপি)। স্বাধীনতার ৫০ বছর পুর্তি এবং জাতির পিতার জন্মশতবার্ষিকিতে বাংলাদেশের এ অর্জন এক ঐতিহাসিক মাইলফলক। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারনেই আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে উঠেছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান বলেন দেশকে এগিয়ে নেওয়ার জন্য পুলিশের পাশাপাশি দেশের প্রতিটি সাধারন মানুষও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবাই মিলে হাতে হাত রেখে দেশকে সোনার বাংলাদেশ গড়তে হবে।

Facebook Comments Box


এ সম্পর্কিত আরো সংবাদ
Developed by: Agragamihost.Com