, , , ,

বিদ্যুৎ পৃষ্ট হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছে ইমন

সাদ্দাম উদ্দীন রাজ,নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদী রায়পুরা সাপমারা ইউনিয়ন মানিকনগড় বড় বাড়ি
ছেলে ইমন।ইমন সে আজ সকালে ১১টা তার মা কথা রাখতে তার ঘরে বিদ্যুৎ ঠিক ও সিম গাছে থেকে তার মৃত্যূ হয়।সে সাপমার উচ্চ বিদ্যালয় পড়া শোনো করতে। সে ১০ম শ্রেণি পড়াশোনে কর।
আমাদের সবার স্নেহের (ইমন) বিদ্যুৎপৃষ্ট হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছে।
আল্লাহ যেনো ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দান করেন।
মায়ের আদেশ পালন করতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দিলেন সামান্য একটু ভুলে। আল্লাহ আপনি এই সন্তান কে জান্নাত বাসি করুন।
আর এলাকা বাসি এই ইমন পুরো দেশ বাসি কে একটি মেসেজ দিয়ে গেছে সকলে সাবধান হইয়ে কাজ করুন। সামাণ দুই টাকার সিম গাছের জন্য তাজা প্রাণ জড়ে গেলে।তাই সকলকে বলবো বিদুৎতের খুটি গাছে কোন লতা জাতিয় গাছ লাগেব না।দেখলেন তো গাছ লাগানোর পরিনাম কি হইছে সকলে সাবধান।

আর সাপমারা বাজার পল্লী বিদুৎতের অফিসের লোকদের বলবো আপনারা প্রতিটি লাইন সঠিক ভাবে সঠিক নিয়মে পরিচালনা করুন।আপনাদের ভুল ও এখানে আছে।যদি আপনারা ভাল করে সংযোগ তারটি তে কসটেপ ভাল করে পেচাতেন তো এমন একটি তাজা প্রাণ জঅকালে জ্বরে যেতো না।হইতো অনেকে বলবলে হাইয়াত শেষ তা তো জানি এবং মানি।তবু বিদুৎত বিভাগের লোকদের বলবো আপনারা আপনাদের কাজের বেতন নিচ্ছেন আপনারা আমাদের চাকর সো আপনারা সঠিক নিয়মে লাইট পরিচালনা করুন।আপনাদের খামখেয়ালি ও দায়ি এই ঘটনাই। বাড়ির ভিতরের খুটি গুলোতে ভাল করে আপনারা সতর্ক ভাবে সংযোগ গুলো দিবেন যেনো কোন কারণে কেউ স্পহ করলে ও কারেন্ট না লাগে।আর খুটি গুলো এতটাই নিচে যে ১৫/২০ ফিট এর উপরে হবে না।দয়া করে এই বিষয় গুলোতে নজর দিন।নইতো আবারো কোন মায়ের বুক খালি হইয়ে যাবে।
প্রতিটি সংযোগে আপনারা ভাল করে কসটেপ মেরে দিবেন।
আর ইমনের এই মৃত্যু সকলে স্বরণ রেখে সতর্ক হইয়ে চলা ফেরা করুন।
ইমন এবং শাহালম ভাইয়ের বাবার জানাযা নামাজ বাদ আসর বড় বাড়ি ঈদ গাঁ মাঠে অুনষ্ঠিত হবে।
আল্লাহ আপনি দুটি মানুষ কে জান্নাত বাসি করুন।

Facebook Comments Box
  • Untitled post 14630
  • Untitled post 14225
  • Untitled post 11155
  • Untitled post 14630
  • Untitled post 14225