মোঃ মিজানুর রহমান (ডোফুরা), দিনাজপুরঃ
বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দিনাজপুর জেলা যুবলীগের আয়োজনে ঘরোয়া পরিবেশে এবং স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
৩১ মার্চ, ২০২১ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় উদীচী শিল্পী গোষ্ঠী কার্যালয়ে দিনাজপুর জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ এর সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু ও উদীচী শিল্পীগোষ্ঠী-জেলা সংসদের সাধারণ সম্পাদক সত্য ঘোষ।
দিনাজপুর কাব্য কুঞ্জের সাধারণ সম্পাদক সেখ ছগীর আহাম্মদ কমল এর প্রানবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের নেতা প্রভাষক মাসুদ হোসেন, মোঃ লতিফুল কবীর রনি, মো. পাভেল আলম ডলার, মো. গোলাম রব্বানী রকি এবং প্রতিযোগীদের অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন কাব্যগ্রন্থের কার্যকরী সদস্য মোঃ আসাদুজ্জামান বাবু ও উদীচী-দিনাজপুর এর সহ-সাধারণ সম্পাদক সুজন কুমার দে।
আলোচনা সভা শেষে ” বঙ্গপ্রাণ ” শিরোনামে স্বরচিত কবিতা পাঠ করেন রামিসা তাসফিয়া রাইসা। অন্যান্যদের মধ্যে কবিতা পাঠ করে মিনাল, পৃথিলা ও সুরপা।
অনুষ্ঠানের শেষে প্রতিযোগীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করেন অতিথিবৃন্দ।